শপথ নিয়েই ট্রাম্প বললেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু

পানামা খাল আবার ফিরিয়ে নেওয়ার অঙ্গীকার মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডোনাল্ড ট্রাম্প দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। শপথ নিয়েই তিনি বলেছেন, ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং সম্মানিত হবে। আমি যুক্তরাষ্ট্রকে সর্বাগ্রে রাখব।

গতকাল বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে দুটো বাইবেলে হাত রেখে শপথ নেন তিনি। একটি বাইবেল তার মায়ের দেওয়া। অন্যটি আব্রাহাম লিংকনের বাইবেল। এই বাইবেলে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রে আগের কয়েকজন প্রেসিডেন্ট; যার মধ্যে আছেন আব্রাহাম লিংকন নিজেও। ১৮৬১ সালে তিনি এ বাইবেল ছুঁয়ে শপথ নেন। দেড়শ বছরের সেই পুরোনো বাইবেল ছুঁয়ে শপথ গ্রহণের পরে দেয়া বক্তব্যে প্রথা মেনে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেনদের ধন্যবাদ জানান ট্রাম্প। একই সাথে বাইডেন প্রশাসনেরও বেশ সমালোচনা করেন।

চার বছর আগে ক্ষমতা না ছাড়তে চাইলেও হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন ট্রাম্প। চার বছর পর দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে সেই হোয়াইট হাউজেই ফিরছেন তিনি। ২০২০ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজয়ের পর পৌঁছে গিয়েছিলেন খাদের কিনারে; সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে, আততায়ীর বুলেট এড়িয়ে, অধিকাংশ মার্কিন ভোটারের সমর্থন নিয়ে ৫ নভেম্বর দ্বিতীয়বারের মত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান ট্রাম্প। তীব্র শীতের কারণে ৪০ বছরের মধ্যে এই প্রথম অভিষেক অনুষ্ঠান মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে গম্বুজঅলা গোলাকার হলঘর রোটান্ডায় অনুষ্ঠিত হয়েছে। চার বছর আগে ট্রাম্পের একদল উগ্র সমর্থক মার্কিন গণতন্ত্রের প্রতীক এই ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল, তারা ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে রিপাবলিকান ট্রাম্পের পরাজয় আটকানোর ব্যর্থ চেষ্টায় ঘটনাটি ঘটিয়েছিলেন।

ঊনিশ শতকের পর থেকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচনের হারার চার বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরছেন।

পানামা খাল আবার আমরা ফিরিয়ে নেবো : শপথ গ্রহণের পর দেয়া বক্তব্যে পানামা খাল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা এমন একটা বোকা উপহার, যা আমাদের কখনো তৈরি করাই উচিত হয়নি। পানামা খাল চীনারা পরিচালনা করছে বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা এটা চীনকে দেইনি। আমরা আবার এটা ফিরিয়ে নেবো।

ভাষণে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করেন ট্রাম্প। ‘আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে, পুনরায় ন্যায়বিচার ফিরিয়ে আনা হবে। আমরা একটি গর্বিত, সমৃদ্ধশালী ও স্বাধীন জাতি তৈরি করার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো।

মেঙিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি : প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। তার মধ্যে রয়েছে, আমেরিকার দক্ষিণ সীমান্তে, যুক্তরাষ্ট্রমেঙিকো সীমান্তে তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করবেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। সেই সাথে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে। সেই সাথে তার রিমেইন ইন মেঙিকো বা ‘মেঙিকোতেই থাকো’ নীতি তিনি পুনরায় কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরো সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হবে এসব নির্বাহী আদেশে।

পুতিন ও রাজা চার্লসের অভিনন্দন : শপথের আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন ট্রাম্পের সঙ্গে পুনরায় রাশিয়ার যোগাযোগ শুরু করার ইচ্ছার বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের আগের বক্তব্যও তুলে ধরেন। পুতিন বলেন, অবশ্যই, আমরা তার এই অবস্থানকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তাকে অভিনন্দন জানাই। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি সংলাপের জন্য প্রস্তুত। পুতিন তার অবস্থান স্পষ্ট করে জানান যে এখানে ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ নয়, বরং ‘এই অঞ্চলে বসবাসকারী সকল মানুষ ও জাতির ন্যায্য স্বার্থের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দীর্ঘমেয়াদি শান্তি’ প্রতিষ্ঠা হওয়া উচিত।

এদিকে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে তার শপথগ্রহণ উপলক্ষে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বিশেষ সম্পর্কের স্থায়িত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএনএসআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি,ওয়াকিটকিসহ আটক ২
পরবর্তী নিবন্ধবদলে যাচ্ছে পুলিশ র‌্যাব ও আনসারের পোশাক