শতাব্দী একাডেমি ও রাঙ্গুনিয়া একাদশ জয়ী

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৮:২৫ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের গ্রুপ পর্বের দুটি খেলা সম্পন্ন হয়েছে। দিনের প্রথম ম্যাচে শতাব্দী ক্রিকেট একাডেমি ৫ উইকেটে আনোয়ারা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা আনোয়ারা ক্রিকেট একাডেমি ৯ উইকেটে ৯৩ রান করতে সক্ষম হয়। জবাবে শতাব্দী ক্রিকেট একাডেমি ৫ উইকেট হারিয়ে ৯৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের সাকিব ২ উইকেট নেওয়ার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন মধ্যম চান্দগাঁও মহল্লা কমিটির সাধারন সম্পাদক প্রদিপ কুমার নাথ। দিনের দ্বিতীয় খেলায় রাঙ্গুনিয়া একাদশ ২৪ রানে ২০ ইভেন্টকে পরাজিত করে। টসে জিতে রাঙ্গুনিয়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। জবাবে ২০ ইভেন্ট ৯ উইকেট হারিয়ে ১০৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রিগান ১ উইকেট এবং ১৫ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সার্জারী বিভাগের ড. ইদ্রিস।

পূর্ববর্তী নিবন্ধআশরাফ আলী স্মৃতি কারাতে সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিরিজ জেতাই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের