শতাব্দি একাডেমি ও রাঙ্গুনিয়া একাদশ জয়ী

মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের গতকালের খেলায় জয় পেয়েছে শতাব্দি ক্রিকেট একাডেমি এবং রাঙ্গুনিয়া একাদশ। দিনের প্রথম ম্যাচে শতাব্দি ক্রিকেট একাডেমি পরাজিত করে টুয়েন্টি ইভেন্টসকে। টসে হেরে টুয়েন্টি ইভেন্টস ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে শতাব্দি ক্রিকেট একাডেমি মাত্র ১২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের তাহসিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন সানোয়ারা প্যাকেজিং ইন্ডা: লি: এর ব্যবস্থাপক আল মামুন। দিনের দ্বিতীয় খেলায় রাঙ্গুনিয়া একাদশ পরাজিত করে আনোয়ারা সিইউএফএলকে। প্রথমে ব্যাট করতে নামা রাঙ্গুনিয়া একাদশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। জবাবে আনোয়ারা সিইউএসএল ১২.৩ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের তানজিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের এওয়ে ম্যানেজার এমডি হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্যাম্পাস হকি লিগের উদ্বোধন
পরবর্তী নিবন্ধব্লাইন্ড ক্রিকেটের ফাইনাল আজ