শতাধিক রিকশা চালককে রেইন কোট দিল স্মাইল

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশ নগরীর বিভিন্ন পয়েন্টে শতাধিক রিক্সা চালকদের মাঝে রেইন কোট বিতরণ করে। এ বিষয়ে সংগঠনের পরিচালক নজরুল ইসলাম জয় বলেন, বর্ষাকাল মানেই বৃষ্টি। আর চট্টগ্রাম সিটিতে একটু বৃষ্টি মানে হাঁটুজল পানি। এই পানিতে মটর যান চলাচল বন্ধ থাকলে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় রিকশাই। এসময় পানিতে ভিজে ঠান্ডা জনিত নানারকম রোগে আক্রান্ত হয় চালকরা। এই সব মেহনতী মানুষদের কথা ভেবে নগরীর বিভিন্ন স্থানে রেইন কোট বিতরণ করছে স্মাইল বাংলাদেশ। এসময় উপস্থিত ছিলেন হৃদয়, আরমান, মুহিব, ফারুক, রিয়াজ, মুন্না, রাকিব, মাইনুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাগরিকা ক্লাবের রোটারিয়ান রাশেদুল আমিন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২৮০ কৃষক পেলেন প্রণোদনার সার ও বীজ