চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কোতোয়ালী মোড় থেকে কোর্ট হিলের মুখ হয়ে সিনেমা প্যালেস মোড় পর্যন্ত প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।
ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা হয় অস্থায়ী দোকানগুলো। এতে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। এর আগেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই এলাকার ফুটপাত থেকে ভাসমান দোকানগুলো উচ্ছেদে অভিযান চালিয়ে ছিল। উচ্ছেদের পর আবারও ফুটপাতের ওপর ভাসমান দোকান বসিয়েছে হকাররা। তাই গতকাল আবারও ফুটপাত দখল মুক্ত করতে অভিযান চালায় চসিক।