চীন তাদের সর্বশেষ তিনটি সাইলো ক্ষেত্রে (সংরক্ষণাগার) ১০০টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের একটি খসড়া প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।
চীনের ক্রমবর্ধমান সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় তাদের অনাগ্রহের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। শিকাগোভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টস’বলছে, অন্য যেকোনও পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় চীন তাদের অস্ত্রের মজুদ দ্রুতগতিতে সমপ্রসারণ ও আধুনিকীকরণ করছে। তবে বেইজিং সামরিক শক্তি বৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদনকে চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সমপ্রদায়কে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে।












