ব্রিটিশ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১ বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯২২ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় দক্ষিণ-পূর্ব বাংলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে ঐতিহ্যবাহী এই কলেজটির কোনো নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। ফেনী জেলার ছয় উপজেলা ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজীসহ নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মিরসরাই সহ দেশের বিভিন্ন জায়গার প্রায় ২৪ হাজার শিক্ষার্থী এই কলেজে অধ্যয়নরত রয়েছে। সড়কপথে বাসে শিক্ষার্থীদের হাফভাড়া না নেয়ার অনেক অভিযোগ প্রতিনিয়তই পাওয়া যায়। অত্র কলেজের একজন শিক্ষার্থী হিসেবে বুঝতে পারি ঐতিহ্যবাহী এই কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকা শিক্ষার্থীদের জন্য আক্ষেপের। আক্ষেপ ঘুচানোর উপযুক্ত সময় এখনি বলে মনে হয়। অতএব কর্তৃপক্ষের কাছে আবেদন এই যে, শিক্ষার্থীদের জন্য ফ্রি অথবা স্বল্প ভাড়ায় আন্তঃ ও অন্তঃজেলা ভিত্তিক কলেজের নিজস্ব বাস সার্ভিস চালু করার বিষয়টি বিবেচনায় রাখবেন।
মো. মাজহারুল ইসলাম সৈকত
শিক্ষার্থী,
ফেনী সরকারি কলেজ, ফেনী।