শততম টেস্টে রুটের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে মাঠে নামার পরই ইংল্যান্ডের ১৫তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ডগড়েন জো রুট। কিন্তু টেস্টের প্রথম দিন সবটুকু আলো নিজের দিকে নিয়ে নিলেন ইংলিশ অধিনায়ক । ক্যারিয়ারের ২০তম টেস্ট সেঞ্চুরি করে তিনি দিন শেষে অপরাজিত ১২৮ রানে। এতে ক্যারিয়ারের শততম টেস্টে শতরান করার বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ দলপতি। তার আগে নিজের সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন বিশ্বের আটজন ব্যাটসম্যান। তারা হলেন-কলিন কাউড্রে, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।
রুট অবশ্য শুধু এই টেস্টেই নয় আগের দুই টেস্ট অর্থাৎ ক্যারিয়ারের ৯৮ এবং ৯৯তম টেস্টেও সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। অর্থাৎ এ নিয়ে টানা তিন টেস্টে তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পেলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১২ হাজার রানের মালিক মুশফিক
পরবর্তী নিবন্ধদুই ইনিংসেই ব্যর্থ তামিম ইকবাল