শত বর্ষের ছবি নিয়ে বান্দরবানে আলোকচিত্র প্রদর্শনী শুরু

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:১৫ পূর্বাহ্ণ

বান্দরবানে দৃকের উদ্যোগে শত বর্ষের ছবি নিয়ে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ‘নিজ চোখে, নিজ ভূমিতে’ এই শিরোনামে গতকাল মঙ্গলবার বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৯০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে বিভিন্ন জনপদের ৮ জন আদিবাসী সৌখিন আলোকচিত্রীদের বাছাইকৃত ১০৩টি দুর্লভ ছবি। আলোকচিত্রীরা হলেন মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চথুই প্রু মারমা, নুশৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই ও মংবোওয়াচিং মারমা।

আয়োজকরা জানায়, বাংলাদেশের আলোকচিত্রের বিস্তৃত ইতিহাস নিয়ে ২০১৭ সালে ‘দৃক পিকচার লাইব্রেরি’ একটি গবেষণার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় বান্দরবানের আলোকচিত্রের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন। আগামী ১৬ মে পর্যন্ত চারদিন এই প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

দীর্ঘদিন পর বান্দরবানে ছবির প্রদর্শনীর আয়োজন হওয়ায় দর্শনার্থীদের ভিড় জমেছে। বিভিন্ন শ্রেণী পেশার এবং বয়সের মানুষের উপস্থিতিতে জমে উঠেছে আলোকচিত্র প্রদর্শনী। দর্শনার্থীদের সঙ্গে প্রদর্শনীতে আলোকচিত্রকারও উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতি আয়োজনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর প্যাসিফিক জিন্স পরিদর্শন