‘সবার ওপর সত্য মানুষ-কেমন করে ভোলো, মরছে কেন আমার মানুষ-আওয়াজ এবার তোলো’ এ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে ‘কবিতায় কথা কই’ এর ২৫০তম পর্ব অনুষ্ঠিত হয়। এবার বড় পরিসরে বোধনের শতাধিক সদস্যের আবৃত্তির মধ্য দিয়ে গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়েছে। ‘কবিতায় কথা কই’ বোধন সদস্যদের নিয়মিত আবৃত্তি চর্চার মঞ্চ। সদস্যবৃন্দ এই মঞ্চে নিয়মিত আবৃত্তি পরিবেশন করেন, পাশাপাশি আবৃত্তি নিয়ে নানা পর্যালোচনা ও বিশ্লেষণ হয়ে থাকে যা সদস্যদের আবৃত্তি চর্চার মান উত্তরণে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী, কবি ওমর কায়সার ও কবি রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। সভাপতিত্ব করেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ। আরো আবৃত্তি করেন পাবনা বাচন শৈলীর পরিচালক অম্লান অভি। সমবেত আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিশু বিভাগের বৃন্দ আবৃত্তি পরিবেশনার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সন্দীপন সেন একা ও যশস্বী বনিক। বড়দের বৃন্দ আবৃত্তি পরিবেশনার গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন মাইনুল আজম চৌধুরী। শ্রুতি নাটক পরিবেশন করেন সন্দীপন সেন একা ও প্রজ্ঞা পারমিতা। আবৃত্তিশিল্পী রমিজ বাবু, পারমিতা সেনগুপ্তা, রুদ্র ঈশিতা এবং মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন বোধনের শতাধিক আবৃত্তিশিল্পী। সমন্বয়কারী ছিলেন মাইনুল আজম চৌধুরী, মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন তূর্ণা দাম, পৃথুলা চৌধুরী। মঞ্চ সজ্জায় ছিলেন ঋতুপর্ণা চৌধুরী। আবহ ভাবনায় জাভেদ হোসেন। আবহ সঞ্চালনায় সৃজন রায়। আলোক প্রক্ষেপণে কাজী মামুন। প্রচার ও প্রকাশনায় ঝলক কুমার লোভন ও প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা। আবহ সঞ্চালনায় সৃজন রায়। প্রকাশনায় ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ ও অনিমেষ পালিত।