টেস্ট ক্রিকেটে সবচাইতে বেশি সেঞ্চুরির মালিক ভারতের শচীন টেন্ডুলকার। তার ঝুলিতে রয়েছে ৫১ টি টেস্ট সেঞ্চুরি। এদিকে সেঞ্চুরি সংখ্যায় ইংল্যান্ডের চূড়ায় উঠে গেছেন জো রুট। তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক অ্যালেস্টার কুককে। তবে রুটের মতো একজনের কাছে রেকর্ড হারানোয় কোনো আক্ষেপ তার নেই। বরং উত্তরসূরীকে স্তুতিতে ভাসিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বললেন, রুটই ইংল্যান্ডের সবসময়ের সেরা ব্যাটসম্যান। গৌরবময় পথচলায় ইংল্যান্ডের ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই নিজের করে নিয়েছেন রুট। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টেও নিজেকে তিনি নিয়ে গেছেন নতুন উচ্চতায়। প্রথম ইনিংসে তিনি সেঞ্চুরি সংখ্যায় স্পর্শ করেন কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড। পরের ইনিংসেই আরেকটি সেঞ্চুরিতে ছাড়িয়ে যান পূর্বসূরীকে। ২৬৫ ইনিংসে ৩৪ সেঞ্চুরি রুটের। কুকের ৩৩ সেঞ্চুরি ছিল ২৯১ ইনিংসে। সেঞ্চুরিতে সবার ওপরে ওঠার পর টেস্ট রানেও এখন ইংল্যান্ডের সেরা সময়ের ব্যাপার তার জন্য। কুকের ১২ হাজার ৪৭২ রানের রেকর্ড ছাড়িয়ে যেতে আর কেবল ৯৬ রান লাগবে তার।