শঙ্খনদে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন জসিম উদ্দিন ড্রাইভার (৪১) নামের এক ব্যক্তি। তিনি চন্দনাইশের দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকার মৃত আশরাফ মিয়ার পুত্র। গত শনিবার রাত ১০টার দিকে শঙ্খনদের দোহাজারী এলাকায় নির্মাণাধীন শঙ্খসেতুর নিচে এ ঘটনা ঘটে।
দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য মো. ইস্কান্দার মিয়া জানান, পেশায় গাড়ি চালক মো. জসিম উদ্দিন শখের বসে মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ শিকার করত। ঘটনার দিন রাতে সে শঙ্খনদে বড়শি দিয়ে মাছ শিকার করতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে দোহাজারীতে নির্মাণাধীন শঙ্খসেতুর নিচে এসে বড়শি ফেলে। এক সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে হঠাৎ নদেরপাড়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে পাশে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।