শঙ্খনদীতে গোসল করতে নেমে মো. আলামিন ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দোহাজারী পৌরসভার লালুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশু আলামিন গ্রামের অন্য শিশুদের সাথে দুপুরে গোসল করতে শঙ্খনদীতে নামে। গোসলের এক পর্যায়ে সে নদীতে ডুবে যায়।
পরে স্থানীয় কৃষকরা নদী থেকে আলামিনের নিথর দেহ উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আলামিন লালুটিয়া গ্রামের মো. ওয়াসিমের পুত্র এবং সে রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। আলামিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন দোহাজারী হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুমি দাশ।