শঙ্খনদীর চন্দনাইশ–সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে ভেসে আসা অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে গাউসিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ মানবিক টিমের সদস্যরা পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে। সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
স্থানীয়ভাবে জানা যায়, ভোরে শঙ্খনদীতে চলাচলত নৌকার মাঝিরা নদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অজ্ঞাত পরিচয় লাশটির আনুমানিক বয়স হবে ৩৫। লাশের পরনে ফুটবল ক্লাবের একটি জার্সি ও পরনে ছিল বাদামী কালারের পুল প্যান্ট। ধারণা করা হচ্ছে নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এসে ওই স্থানে আটকে যায়।
গাউসিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ মানবিক টিমের প্রধান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী জানান, শঙ্খনদীতে লাশ ভেসে আসার খবর পেয়ে আজ রবিবার বিকেলে ৩টার দিকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। পরে চন্দনাইশ থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, শঙ্খনদীতে লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।