আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে জাহেদুল হক নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উপজেলার শঙ্খনদীতে এই অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে মো. রুবেল নামের এক চালককেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এক চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।