শঙ্কা নিয়ে হারিকেন মিল্টনের অপেক্ষায় ফ্লোরিডা

| বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:৩৮ পূর্বাহ্ণ

শক্তিশালী হারিকেন মিল্টন উপকূলের দিকে যত এগিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যে আতঙ্কদুশ্চিন্তা তত বাড়ছে। বিবিসি লিখেছে, এরই মধ্যে আবহাওয়া দপ্তর মিল্টনকে পঞ্চম ক্যাটাগরির হারিকেন ঘোষণা করেছে। এর মানে হলো, ঝড়ের কেন্দ্রে এখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার। মার্কিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডার জনবহুল টাম্পা বে’র উপকূলে আছড়ে পড়তে পারে মিল্টন। খবর বিডিনিউজের।

ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর এবার হারিকেন মিল্টনও বড় ধরনের তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত উপকূলের বাসিন্দারা। প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটি এখন জীবনমৃত্যুর বিষয়। সারাজীবন ব্র্যাডেনটনে বসবাস করা লেমাস আগে কখনো ঘূর্ণিঝড়ের কারণে ঘরবাড়ি ছাড়েননি। কিন্তু এবার তিনি আট বছর বয়সী মেয়ের নিরাপত্তার কথা ভেবে সেই কঠিন সিদ্ধান্তই নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ১৭.৬৩ লাখ শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধলেবাননের পরিণতিও গাজার মতো হতে পারে