প্রেমের সম্পর্কের টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের গল্পে এটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আনিকা কবির শখ। তার বিপরীতে রয়েছেন অভিনেতা যাহের আলভী। নাটকটির গল্পে দেখা যাবে, অরিনের বিয়ের দিন কাফনের কাপড় গায়ে জড়িয়ে রনি ফোন দিয়ে বলছে, তাকে না পেলে সে সুইসাইড করবে। একই কথা শুনে শুনে বিরক্ত হয়ে অরিন সাফ জানিয়ে দেয়, এরপর সত্যি সত্যি যেন মরে কনফার্ম হয়ে তারপর যাতে কল দেয়! অরিনের শর্ত ছিল রনি যেন নিজের পায়ে দাঁড়াতে চাকরি করে। খবর বাংলানিউজের।