শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। গতকাল এ খবর জানিয়েছে দ্য ক্যানবেরা টাইমস। খবর বাংলানিউজের।
ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেটি জানার চেষ্টা করছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে। মান্না শহরটি ইন্দোনেশীয় রাজধানী জাকার্তা থেকে ৬শ কিলোমিটার দূরে অবস্থিত। ভূকম্পনটি দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী ছিল।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১৩ মামলায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে জ্বালানি সাশ্রয়ে কৌশল নির্ধারণী সভা