শকুন

সুমি ভট্টাচার্য | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

পৃথিবীর ছায়া পড়েনি তখনো চাঁদের উপর,

তার আগেই পড়েছে শকুনের ছায়া বাংলার মাটির উপর।

ঝাঁক ঝাঁক শকুন উড়ছে বাংলার আকাশে।

শ্যামল অঙ্গে দেশী শকুন, আছে পশ্চিমী শকুন,

মধ্যপ্রাচ্যের মরু হতে উড়ে আসা বিদেশী শকুন,

সুদূর আটলান্টিকের ওপার থেকে উড়ে আসা এবং

বহু বৎসর আগে পালিয়ে যাওয়া শ্বেত শকুন,

ঠুকরে খেয়েছে বাঙালির লাশ!

শ্যামল অঙ্গের শকুন, বাংলার সবুজ গাছপালার

আড়ালে গা ঢাকা দিয়ে ভাগাড়ে দৃষ্টি রাখছে,

অনেকদিন ধরে! নানা জাতের শকুন

ঠুকরে খেয়েছে বাংলার শ্যামলী মাকে।

তাদের পাখা ঝাপটানোর শব্দে

বাঙালির ঘুম হয়েছে হারাম!

ওদের ঠোঁট দিয়ে ঝরে পড়ছে লালসার লালা।

এবার এরা প্রস্তুত ঠুকরে খেতে

অর্ধমৃত বাঙালির লাশ!

ওদের মধ্যে কোনো ভালোখারাপ নেই,

শকুন চিরকালই শকুন।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্ক মানুষের জীবনে শ্রেষ্ঠ উপহার
পরবর্তী নিবন্ধদীলতাজ রহমানের ‘দ্বিতীয় শ্রাবণের প্রথম কদম’