চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন একই বিভাগেরই এক শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের কাছে ওই শিক্ষার্থী এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক।
উপাচার্যকে দেওয়া অভিযোগে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, ‘থিসিস চলাকালীন আমার সুপারভাইজার কর্তৃক যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হই। থিসিস শুরুর পর থেকে তিনি আমার সাথে বিভিন্ন যৌন হয়রানিমূলক যেমন: জোর করে হাত চেপে ধরা, শরীরের বিভিন্ন অংশে অতর্কিত ও জোরপূর্বক স্পর্শ করা, অসংগত ও অনুপযুক্ত শব্দের ব্যবহার করেছেন। কেমিক্যাল আনাসহ আরও বিভিন্ন বাহানায় তিনি আমাকে তার রুমে ঢেকে নিয়ে জোরপূর্বক জাপটে ধরতেন।’
অভিযোগে আরও বলা হয়, ‘গত ৬ জানুয়ারি, আনুমানিক সকাল ১০টা ১০ মিনিটে আমি ল্যাবে একা কাজ করা অবস্থায় তিনি (শিক্ষক) প্রবেশ করেন এবং তার অনেক ঠাণ্ডা লাগছে এই কথা বলে আমাকে আবার জোর করে জড়িয়ে ধরেন। এমতাবস্থায় আমি তাকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নেই এবং তৎক্ষণাৎ আমার ল্যাবমেট এসে উপস্থিত হওয়ায় আমি কোনো রকম বেঁচে যাই। তারপর আমি ও আমার ল্যাবের বাকি মেয়েরা মিলে ল্যাবে আর একা না যাওয়ার সিদ্ধান্ত নেই।’
অভিযুক্ত অধ্যাপকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি জানি না এটা আমার কোনো পাপের ফল কি না, এমনিতেই আমি বিভিন্ন অসুখ–বিসুখ নিয়ে আছি তার ওপর এই অভিযোগ। আজ দুপুরের দিকে একজন সাংবাদিকের ফোন পেয়ে এই অভিযোগের ব্যাপারে প্রথম জানতে পারি। আমার ৩১ বছরের শিক্ষকতা জীবন পার করছি; কিন্তু এরকম তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হইনি। তারা আমার বিরুদ্ধে ভয়ংকর একটা অভিযোগ তুলেছে। এর সাথে আমার ন্যূনতম সম্পর্ক নেই। এটা শোনার পর থেকে আমার স্ত্রী কান্না করছে।’
এদিকে ওই ছাত্রীর অভিযোগ গ্রহণ করেছেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি গণমাধ্যমকে জানান, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।