লোহাগাড়ায় ৬ মামলায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৮:০৯ অপরাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে ৬ মামলায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের খাঁন হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে নুরুল হকের মালিকানাধীন সৈয়দ স্টোরকে ৫ হাজার টাকা, লিটন পালের মালিকানাধীন এস.কে স্টোরকে ৫ হাজার টাকা, বিপ্লব পালের মালিকানাধীন বিপ্লব স্টোরকে ১ হাজার টাকা, মোস্তফিজুর রহমানের মালিকানাধীন লাল মিয়া স্টোরকে ২ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ওসমান গণিকে ১ হাজার ও মোহাম্মদ ইদ্রিসকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি, অধিক মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ মুদি দোকানিকে ১৩ হাজার টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ২ জনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআরপেজিও মিউজিক স্কুলের ১৩ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৬, আহত ৯