লোহাগাড়ার পদুয়ায় ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১৮ মার্চ) সকালে ইউনিয়নের তেওয়ারীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। সাথে ছিলেন থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
জানা যায়, বেশি মূল্যে মাংস বিক্রির অপরাধে মুহাম্মদ এরশাদকে ১০ হাজার টাকা, মনসুর আলমকে ১৫ হাজার টাকা, মো. আবদুল্লাহকে ২০ হাজার টাকা, বিনা অনুমতিতে অভিযানের ভিডিও ধারণ করায় মো. মিনহাজকে ১ হাজার টাকা ও অবৈধভাবে গাড়ি পার্ক করায় মো. মিজানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, পবিত্র শবে বরাতে বেশি দামে মাংস বিক্রি করায় ৩ বিক্রেতাকে ৪৫ হাজার টাকা ও অন্য অপরাধে ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে।