লোহাগাড়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ২২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও সাধারণ সদস্য প্রার্থী ১৯ জন। গতকাল শনিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খান এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী সামশুল ইসলাম ও সিরাজুল ইসলাম। সাধারণ সদস্য ১নং ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ দাউদ, ৪নং ওয়ার্ডের প্রার্থী শাহাব উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, ৫নং ওয়ার্ডের প্রার্থী মো. মাহাদুর, আশরফ মিয়া, আবদুস ছফুর, ৬নং ওয়ার্ডের প্রার্থী মো. হামিদ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ডের প্রার্থী তৌহিদুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের প্রার্থী এ. কে. এম. নাজিম উদ্দিন।
লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী নুরুল হক নুনু। সাধারণ সদস্য ২নং ওয়ার্ডের নুরুচ্ছফা ও ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আবদুল আহাদ। আধুনগর ইউনিয়নে মনোয়নপত্র প্রত্যাহারকারী সাধারণ সদস্যরা হলেন ২নং ওয়ার্ডের প্রার্থী মোরশেদ আলম, ৩নং ওয়ার্ডের বাদশা মিয়া, ৪নং ওয়ার্ডের এরফানুল হক, ৫নং ওয়ার্ডের আবদুর রহমান, ৬নং ওয়ার্ডের ফরিদুল আলম, ৭নং ওয়ার্ডের রনি কান্তি দাশ, ৯ নং ওয়ার্ডের ছিদ্দিক আহমদ ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
উল্লেখ্য, লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আজ রোববার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা শফীর স্থলাভিষিক্ত হলেন মাহমুদুল হাসান
পরবর্তী নিবন্ধগরমের আরাম ডাকছে বিপদ