লোহাগাড়ায় ২০ কেজি পচা মাংস জব্দ করে পুড়িয়ে ধ্বংস

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ২০ কেজি পচা মাংস জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনে এক মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী। সাথে ছিলেন লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা কাজী নুরুল আলম ও সদস্য সচিব ছরওয়ার আকতার।

মুহাম্মদ শের আলী জানান, উপজেলা সদর বটতলী স্টেশনে একটি মাংসের দোকানে পচা মাংস বিক্রির খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংস বিক্রেতা অভিযুক্ত মো. ছাদেককে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেছেন। পরে খাওয়ার অনুপযোগী মাংসগুলো জব্দ করে স্টেশনের বাইরে নিয়ে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকারিভাবে লক্ষাধিক টাকা বেতনে ১০০ নার্স নেবে কুয়েত
পরবর্তী নিবন্ধজাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ