লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ হোছন (৩৮) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
আজ বুধবার (২৩ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার সৈয়দ হোছন কক্সবাজারের উখিয়া থানার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খেদারখোলা পাড়ার মৃত আলী আকবরের পুত্র।
জানা যায়, গত ২২ জুন মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর হাজী রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চট্টগ্রামমুখী বাসে তল্লাশি করে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ হোছন ইতোপূর্বেও সীমান্তের ওপারে মিয়ানমার হতে ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।