লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন উপজেলা সদর ইউনিয়নের ভিল্যা পাড়ার মৃত কবির আহমদের পুত্র। তিনি বটতলী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদ এলাকায় আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান। গত ১২ নভেম্বর বেলা ১১টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে সিএনজি অটোরিঙা যোগে বটতলী স্টেশনে যাচ্ছিলেন। পথিমধ্যে পুরাতন থানা গেট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী এসআলম পরিবহনের একটি বাসের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে আনোয়ার হোসেন মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতির অবনতি হলে গত সোমবার তাকে রাজধানীতে প্রেরণ করা হয়। সেখানেই দুর্ঘটনার ছয় দিন পর মৃত্যু হলো তার। আনোয়ার হোসেন ৪ ছেলেমেয়ের পিতা বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আরফাত জানান, দুুুুুর্ঘটনার ব্যাপারে তিনি অবগত নন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে মাস্ক ও আবর্জনা সংগ্রহে ব্যাগ বিতরণ চসিকের
পরবর্তী নিবন্ধচন্দনাইশে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২