লোহাগাড়ায় লাখ টাকা জরিমানা, ১০ মণ মিষ্টি ধ্বংস

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৮ অক্টোবর, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে বাজারজাত করার অপরাধে মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে প্রায় ১০ মণ মিষ্টি। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাথে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই এলাকার মো. আলী মুন্সি পাড়ার আকতার কামাল চৌধুরী পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ক্লাসিকাল সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির করে বাজারজাত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রায় ১০ মণ বিভিন্ন কালারের মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগে বাধ্য করানো এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
পরবর্তী নিবন্ধদুই টনের বেশি ইলিশ মাছ জব্দ