লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা কাটায় লাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় টিলা কাটার অপরাধে শহিদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চরম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিবিবিলা নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। অভিযুক্ত শহিদুল ইসলাম বিবিবিলা এলাকার মোস্তাক আহমদের পুত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে টিলা কাটার স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় অভিযুক্ত শহিদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধহালদার জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কর্মসূচি গ্রহণ করছে সরকার
পরবর্তী নিবন্ধ‘মার্চের সড়কে মৃত্যুর ৩০% মোটরসাইকেলে’