লোহাগাড়ার চরম্বায় আবিদুর রহমান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোয়ারবিলা খলিফা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবিদুর রহমান ওই এলাকার মৃত বদিউর রহমানের পুত্র ও ৩ সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য কালু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার আগের দিন বাড়ি থেকে বের হন আবিদুর রহমান। রাতে আর বসতঘরে ফিরেননি। সকালে বাড়ির অদূরে একটি গাছের সাথে রশি প্যাচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। আবিদুর রহমান কিছুদিন পর পর মানসিক সমস্যায় ভুগতেন বলে জানা গেছে।
থানার এসআই যুযুৎশ যশ চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহালে নিহতের মরদেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাবার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।