লোহাগাড়ায় মোটরসাইকেল চোরচক্রের আরো ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর রসিঙ্গাঘোনা এলাকার রহমত উল্ল্যাহর পুত্র মো. রবিউল আলম (২৩), আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র মো. নোমান (২৯) ও লোকমান গণির পুত্র রবিউল হাসান রিকন (২২)।
পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি বসতঘর থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জনৈক আবদুল মাবুদ নামে এক ব্যক্তি ৮ জনকে এজাহারনামীয় আসামী করে থানায় মামলা করেন। একইদিন অভিযান চালিয়ে প্রথমে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য আসিফুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ।
পরে তার তথ্যের ভিত্তিতে ওই চক্রের সদস্য বেলাল উদ্দিন ও মিজানকে গ্রেফতার করা হয়েছিল। উদ্ধার করা হয়েছিল মোটরসাইকেল।
এছাড়া গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ওই মামলার এজাহারনামীয় আসামী মোটরসাইকেল চোর চক্রের আরো ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, মোটরসাইকেল চুরির মামলায় এজাহারনামীয় ৮ আসামীর মধ্যে মোট ৬ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই চক্রের অন্য সদস্যদেরকে গ্রেফতার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।