লোহাগাড়ায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের কোরআন বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদের উদ্যোগে লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হেফজখানা, এতিমখানা, নূরানী ও ফোরকানিয়া মাদরাসায় পবিত্র কোরআন শিক্ষার প্রসার ও উদ্ভুদ্ধকরণের লক্ষে শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের মাঝে পবিত্র আল কোরআন উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা লোহাগাড়া জুড়ে কুরআন বিতরণের কর্মসূচি চলে।

কোরআন বিতরণ কর্মসূচি শেষে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনর রশিদ বলেন বিগত ৪ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল কতৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনা ঘটে। এর মাধ্যমে পুরো মুসলিম জনগোষ্ঠীর হৃদয়ে আঘাত লাগে। আমরা এর প্রতিবাদ স্বরূপ এবং পবিত্র আল কোরআন শিক্ষার প্রসার ও উদ্ভুদ্ধ করণের লক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করলাম। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দেওয়া চেষ্টা করেছি সেটি হলো- পবিত্র কোরআনকে অবমাননা করে এটির মান মর্যাদা কমানো যায়না বরং এটির মর্যাদা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বহুগুণে বৃদ্ধি পাবে।

কোরআন বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কায়েস উদ্দীন, ছাত্রদল নেতা- লতিফ, আরমান, মাইমুন ইসলাম রাকিব, সুজন, রাকিবুল ইসলাম, রিদুয়ান, সাঈদীসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে গোলাগুলি, উখিয়ায় যুবক গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধকক্সবাজার আরও এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার