লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত ৩ লাখ ৭৯ হাজার ৭৫০ ঘনফুট বালি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৭ মে) বিকেলে উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নে পৃথক অভিযানগুলো পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চুনতি ইউনিয়নের জামতল এলাকা থেকে ৩২ হাজার ৪শ’ ঘনফুট, কিল্লাঘোনা বাজারের উত্তর পাশ থেকে ৩৬ হাজার ঘনফুট, ঘোড়ারচর ফারেঙ্গা খালের মুখ থেকে ৬১ হাজার ৫শ’ ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশ থেকে ৪৩ হাজার ৮৫০ ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকা থেকে ২ লাখ ৬ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে।
নিস্ক্রিয় করে দেয়া হয়েছে বালি উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।