লোহাগাড়ায় বিএনপিতে যোগ দিলেন জামাত নেতা

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের নাজিম উদ্দীন নাবিল নামে এক জামায়েত নেতা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর হাত ধানের শীষ প্রতীক তুলে দিয়ে সে বিএনপিতে যোগদান করে।

এ সময় ফৌজুল কবির ফজলু তাকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানান। নাজিম উদ্দীন জানান, আমি এলাকায় জামাতের একটি ইউনিটের সহ সেক্রেটারির দায়িত্ব পালন করছিলাম আর আমার কর্মস্থল কক্সবাজারে একটি মার্কেটের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম,যেখানে সততা ও আদর্শকে গুরুত্ব দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই আমি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলু বলেন, মানুষ এখন নিজেদের ভুল বুঝতে পেরে দলে দলে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছায়াতলে আসতে শুরু করেছে। তারই ধারাবাহিকতার অংশ আজকে নাজিম উদ্দীন নাবিলের জামায়েত ছেড়ে বিএনপিতে যোগদান। ইনশাআল্লাহ সামনে আরো অনেকেই নিজের ভুল বুজতে পেরে বিএনপির ছায়াতলে চলে আসবে।

পূর্ববর্তী নিবন্ধ‘ধুলো পড়া ডায়েরিতে’ জীবনবোধের অনির্বচনীয় কাহিনি
পরবর্তী নিবন্ধব্রাইট ফিউচার স্কলারশিপের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ