লোহাগাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এই নোটিশ জারি করেন। লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হাসানের আবেদনের প্রেক্ষিতে এই নোটিশ দেয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা ও প্রকাশ্যে ৫ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করেন আসহাব উদ্দিন চৌধুরী। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের পূর্বে যেকোনো প্রকার নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। তাই নির্বাচনী প্রচারণায় অর্থ প্রদান, অর্থ প্রদানের ঘোষণা কিংবা অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান দন্ডনীয় অপরাধ। উক্ত কার্যকলাপ নির্বাচন আচরণবিধি সুস্পষ্ট, গুরুতর ও শাস্তিযোগ্য লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষার পরিপন্থী। উক্ত নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে।












