লোহাগাড়ায় বাস কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ১

লোহাগাড়ায় প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৫২ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে যাত্রীবাহী বাসের সাথে পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯ টায় চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কে ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালক আলী আকবর (৫০)। তিনি পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, চট্টগ্রামমুখী মীর ফুডস ইন্ডাস্ট্রিজের পণ্যবাহী কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। গুরতর আহত হন কাভার্ডভ্যান চালক। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
কাভার্ডভ্যানের সহকারী মো. রিয়াদ জানান, আহত চালককে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করা হয়। গাড়িগুলো হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব নাসিরাবাদ আ.লীগের সংবর্ধনা সভা ও কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধসিকিউর অর্কিডের নির্মাণ কাজের উদ্বোধন