লোহাগাড়ায় বাইকের ধাক্কায় পথচারী নিহত

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বাইকের ধাক্কায় মোহাম্মদ ইদ্রিছ (৬৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইদ্রিছ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের স্কুল রোডস্থ তজু মুন্সির পাড়ার মৃত আজিজ মিছিরের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের নিকটাত্মীয় রাইয়ান মোহাম্মদ লোকমান জানান, দুপুরে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা সংলগ্ন এলাকায় এক কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে যান ইদ্রিছ। ফেরার পথে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক পার হবার সময় চট্টগ্রামমুখি দ্রুত গতির একটি বাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার ব্যাপারে অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ট্রাম্পকে মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটরদের আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার শান্তিরহাট বাজারে তিন দোকান পুড়ে ছাই