লোহাগাড়ায় বসতঘর ও ধানের গোলা ভাঙচুর করেছে বন্যহাতি, আহত ২

আজাদী অনলাইন | শনিবার , ১৯ জুন, ২০২১ at ৮:৪৮ অপরাহ্ণ

লোহাগাড়ার বড়হাতিয়ায় বন্যহাতির আক্রমণে ৮টি পরিবারের বসতঘর ও ধানের গোলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
আজ শনিবার (১৯ জুন) ভোররাত ৩টা পর্যন্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানী নতুন পাড়ায় বন্যহাতি এ তাণ্ডব চালায়।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মোস্তাক আহমদ, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হক, নূর হোসেন, মোস্তফা বেগম, আম্বিয়া বেগম, আশু বেগম ও আকলিমা আক্তার। আহতরা হলেন একই এলাকার মো. ইদ্রিছ (২৫) ও মো. শফি (২৩)।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আক্রমণাত্মক একটি বন্যহাতি লোকালয়ে এসে গতকাল শুক্রবার রাত থেকে সকাল ৮টা থেকে দফায় দফায় আক্রমণ করে। এতে বসতঘর ও ধানের গোলা ভাঙচুর করে। নষ্ট করে ফেলে বসতঘর ও গোলায় থাকা ধান। আতংকে এলাকার লোকজন ছোটাছুটি করে। এ সময় হাতির আক্রমণে দুই তরুণ আহত হন।
আহতরা চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।
চাকফিরানী এলাকায় বন্যহাতির উপদ্রব লেগেই আছে। প্রতিনিয়ত ক্ষেত-খামার নষ্ট করছে বন্যহাতি। ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
চুনতি রেঞ্জের আওতাধীন বড়হাতিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ লোকমান বলেন, “চাকফিরানী এলাকায় বন্যহাতির আক্রমণের খবর শুনেছি। তবে বৃষ্টির কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা সম্ভব হয়নি। আগামীকাল রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে খামারবাড়ি থেকে ব্যবসায়ী অপহৃত
পরবর্তী নিবন্ধবাসায় ফিরলেন খালেদা