লোহাগাড়ায় পুকুরে ডুবে এমদাদুল হক ওয়াসী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রশিদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওয়াসী একই ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওসমান গণির পুত্র ও স্থানীয় শাহ আখতারিয়া (রহ.) হেফজখানার ছাত্র।
স্থানীয়রা জানান, হেফজখানা সন্নিহিত একটি পুকুরে গোসল করতে যায় শিশু ওয়াসী। একপর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে ওয়াসীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন নামাজে জানাজা শেষে শিশুটিকে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।