–হেলপার আহত
লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণহারা ট্রাক উল্টে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাত সাড়ে ৩টায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন চালক নুরুল আমিন (৩৬) ও হেলপার মো. রায়হান (২৫)। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে কঙবাজারমুখী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, মহাসড়কের দুই পাশের অসমান অংশের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় আহত চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।