লোহাগাড়ার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় ১৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার দানু মিয়ার পুত্র মো. হামিদ (৩৬), আলী সিকদার পাড়ার আহমদ কবিরের পুত্র ভূট্টো (৫০), জিন্নাত আলী পাড়ার আহমদ কবিরের পুত্র এরশাদুল করিম (২৫), মো. হোসেনের পুত্র মো. ফারুক (৪০), হদ্দলী পাড়ার আলী আহমদের পুত্র ইমন হোসেন (১৬), মালী পাড়ার এয়াকুব আলী পুত্র আইয়ুব আলী (৫৫), মীর পাড়ার আবদুল মোমেনের পুত্র শাহেদ হোসেন (৩৫), হানিফের পাড়ার মো. ইউসুফের পুত্র হাজী রহমত উল্লাহ (৭৪), পদুয়া মল্লিক ছোবহান এলাকার আবুল বশরের পুত্র নুরুল আমিন (৩০), কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকার কবির আহমদের মেয়ে রুজিনা আক্তার (৪২), উত্তর কলাউজান হিন্দুর হাট এলাকার ইউসুফ সিকদারের পুত্র তাজ উদ্দিন (৩৮), আনজু সওদাগরের পাড়ার নুরুন্নবীর মেয়ে কহিনুর আক্তার (৪০), পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবুল হোসেনের পুত্র মো. মহসিন (৪৭), কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার মো. ইউনুছের পুত্র মো. ওমর ফারুক (৩৭) ও সাতকানিয়ার ছদাহা এলাকার মো. জহির উদ্দিনের পুত্র আইয়াছ উদ্দিন (১৩)।
এছাড়া কলাউজান ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সেলিম উদ্দিন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা ডা. শেখ মোহাম্মদ ফয়সাল জানান, নির্বাচনী সহিংসতায় ১৫ জন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
ব্যালট পেপার সংরক্ষণ করায় কারাদণ্ড
এদিকে, পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার সংরক্ষণ করায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সাজাপ্রাপ্তরা হলেন ইউনিয়নের নয়া পাড়ার নুর আহমদ চৌধুরীর পুত্র মো. পারভেজ(২২) ও একই এলাকার কাসেম আলীর পুত্র মো. মোস্তাফিজ(৫০)। ভ্রাম্যমাণ আদালত পারভেজকে এক বছর ও মোস্তাফিজকে ছয় মাসের কারাদণ্ড দেয়।