লোহাগাড়ায় দোলনা থেকে পড়ে আহত শিক্ষকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় শিশুদের সঙ্গে দোলনায় খেলতে গিয়ে দুর্ঘটনার ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৫৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলাম বাছের খলিফা বাড়ির মৃত আবদুস সালামের পুত্র এবং আমিরাবাদ জনকল্যাণ মোমেনা কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গতকাল বুধবার ভোর ৫টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত ১ জানুয়ারি শিক্ষক মুজিবুর রহমান বিদ্যালয়ে আসা শিশুদের সঙ্গে মাঠে দোলনায় খেলছিলেন। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত দোলনা থেকে পড়ে ঘাড়ে গুরুতর আঘাত পান। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন জানান, তিনি ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক ছিলেন। একইদিন বিকেলে আমিরাবাদ কালু সিকদার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুলশী-মনসুরাবাদে বিআরটিএর অভিযান, ৭ গাড়ি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ
পরবর্তী নিবন্ধপশ্চিম টইটং রহমানিয়া আদর্শ ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা