লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় এক ট্রাক চালক আহত হয়েছেন। তবে তার নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি লম্বা পিলার বোঝাই ট্রাকের পেছনে একইমুখী মাল বোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৬৩৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।
এতে মাল বোঝাই ট্রাকের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় ওই ট্রাকের চালক। দুর্ঘটনার পর পরই পিলার বোঝাই ট্রাক ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রউফ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত মাল বোঝাই ট্রাক হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।