লোহাগাড়ায় জুয়ার আসর থেকে মৎস্যজীবী লীগ নেতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জমিদার পাড়ার একটি টিনসেট ঘরের ভেতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের জমিদার পাড়ার সেকান্দর আলীর পুত্র হারুনুর রশিদ প্রকাশ রাসু (৬০), একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদের পাড়ার পুত্র জসিম (৪৫), উপজেলার চুনতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নলবুনিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ হাফেজ (৪৫), একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শ পাড়ার এনামুল হক (৩৩), কলাউজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদারচর এলাকার চিত্ত রঞ্জন সিকদারের পুত্র প্রমিদ কান্তি সিকদার (৫০) ও চুনতি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিরিখিল এলাকার মোহাম্মদ আলম (২৪)।
পুলিশ জানায়, মৎস্যজীবী লীগ নেতা রাসু তার ঘরের ভেতর জুয়ার আসর বসানোর খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১১৫টি তাস ও নগদ ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।