লোহাগাড়ায় ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া সদর এলাকায় ৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন লোহাগাড়ার আমিরাবাদ এলাকার বাসিন্দা মো. রিয়াদ উদ্দিন। লোহাগাড়া সদর এলাকার আল হেলাল মডেল হিফজ মাদ্রাসায় ছোট শিক্ষক হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। ট্রাইব্যুনালের পিপি মাহমুদউল আলম চৌধুরী (মারুফ) আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ট্রাইব্যুনালসূত্র জানায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর ৯ বছরের মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের ঘটনাটি ঘটে। রাতের বেলা আল হেলাল মডেল হিফজ মাদ্রাসায় তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে লোহাগাড়া থানায় মাদ্রাসার ছোট শিক্ষক মো. রিয়াদ উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৯ অক্টোবর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভেঙে দেয়া হল ইটভাটার চিমনি