লোহাগাড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে ২টি অবৈধ ইটভাটা।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় ধ্বংস করা হয়েছে ভাটায় তৈরিকৃত কাঁচা ইট।
গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো চরম্বা ইউনিয়নের ধুপিপাড়া সংলগ্ন বশির আহমদের মালিকানাধীন লোহাগাড়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (এলবিএম) ও নোয়ারবিলা এলাকায় শাহ আলমের মালিকানাধীন মেসার্স চরম্বা রহমানিয়া ব্রিকস (সিআরবি)।
এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম, সহকারী পরিচালক নুর হাসান সজীব ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, উচ্ছেদকৃত ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয় প্রদত্ত লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। সম্পূর্ণ অবৈধভাবে এসব ইটভাটা কার্যক্রম পরিচালনা করছিল। তাই অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ২টি উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিকভাবে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চলমান থাকবে।