লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পাজেরো গাড়ির ধাক্কা লেগে মো. রাসুলী আসলাম (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের খান দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি রাজশাহী বলে জানা গেছে।
এ দুর্ঘটনায় একই গাড়ির ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী পাজেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাসুলী আসলাম ঘটনাস্থলে নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের ডায়াবেটিক জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।