লোহাগাড়ায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী আহত

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৮:০৭ অপরাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছের ডাল ভেঙে পড়ে মো. দেলোয়ার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের হাজি রাস্তা মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা এলাকার নূর আহমদের পুত্র।

জানা যায়, উপজেলা সদর বটতলী স্টেশন থেকে দরবেশহাট ডিসি সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন আহত দেলোয়ার হোসেন। ঘটনাস্থলে ঘূর্ণিঝড়ের প্রভাবে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে তার শরীরের উপর পড়ে। এতে তিনি পাঁজরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে আঘাতের স্থানে অপারেশন হয়েছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছের ডাল পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসামুদ্রিক জোয়ারে মেরিন ড্রাইভে ভাঙন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৮ লক্ষাধিক টাকার সেগুন কাঠ আটক