লোহাগাড়ায় কৃষক জাহেদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে কৃষক আবু জাহেদ হত্যা মামলায় মো. জাহেদ (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় পূর্ব পাড়ার মৃত আব্দুল আলমের পুত্র ও হত্যা মামলার ২ নম্বর আসামি।

জানা যায়, ঘটনার পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন আসামি জাহেদ। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব৭ চট্টগ্রামের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাহেদ সেখানে রাজমিস্ত্রির কাজ জীবিকা নির্বাহ করত।

এদিকে, ঘটনার ৭ সাত মাস অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. হারুন (৪২) ধরাছোঁয়ার বাইরে রয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত কৃষক আবু জাহেদের পরিবার। তাকেসহ ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নুরুন্নবী জানান, গতকাল বুধবার সকালে কৃষক জাহেদ হত্যা মামলার এক আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সনের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়ার ব্রিজ এলাকায় একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। পরদিন আহতের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় মো. হারুন (৪২), মো. জাহেদ (২৮), ওমর ফারুক প্রকাশ ওমর (৩২), মো. রায়হানকে (৩৩) এজাহারনামীয় আসামি করা হয়। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় আহত কৃষক আবু জাহেদ নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন মামলার ৩ নম্বর আসামি ওমর ফারুক প্রকাশ ওমর চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করলে তাকে কারাগারে প্রেরণ করেন। কৃষক আবু জাহেদ উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।

পূর্ববর্তী নিবন্ধমুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন দাবি
পরবর্তী নিবন্ধআজ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী