লোহাগাড়ার চুনতিতে কাভার্ডভ্যান-ডাম্পট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকার আছহাব মিয়ার পুত্র ডাম্পট্রাক চালক কফিল উদ্দিন (২৫) ও আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়ার মো. হারুনের পুত্র মো. মাহফুজ (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কাভার্ডভ্যান-ডাম্পট্রাক মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ড্রাম্পট্রাকের চালকসহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ হাসপাতালে রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।