লোহাগাড়ার আমিরাবাদে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুখছড়ি কামারদিঘী পাড়া এলাকায় দু’টি মুদির দোকান ও একটি চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য এরশাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। ধারণা করা হচ্ছে, ভোররাতে চোরেরা গ্রিলের দরজার তালা কেটে দোকানে প্রবেশ করে। চোরেরা তিন দোকান থেকে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে গ্রিলের তালা ভাঙ্গা ও মালামাল তছনছ দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।
দোকান চুরির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ণা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।